ভারতের নিউক্লিয়ার শক্তির যাত্রা।

হাইড্রোজেন বম্ব বা থার্মো নিউক্লিয়ার ওয়েপন সাধারণ পারমাণবিক বোমা থেকে অনেক বেশি শক্তিশালী এবং মারাত্মক হয়ে থাকে । সাধারণ পারমাণবিক বোমা কাজ করে ফিশন প্রকৃয়ায়।ফিশন কথার অর্থ বিভাজন ।এই প্রকৃয়ায় একটি ভারী পরমানুকে দ্রুত গতির একটি নিউট্রন দিয়ে আঘাত করে তাকে বিভাজিত করে এবং শক্তি উৎপন্ন করে । অপরদিকে হাইড্রোজেন বম্ব কাজ করে ফিউশন প্রকৃয়ায় , ফিউশন শব্দের অর্থ গলন। অর্থাৎ, দুটি হালকা ভরের ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম (হাইড্রোজেনের আইসোটোপ) পরমানুর দ্রুত গতিতে মিথস্ক্রিয়ার ফলে তুলনামুলক একটি ভারী পরমানু (হিলিয়াম) ও বিপুল পরিমানে শক্তি উৎপন্ন হয়, একে ফিউশন বিক্রিয়া বলা হয়। আমাদের অতি পরিচিত সূর্য এর উৎকৃষ্ট উদাহরন, যেখানে অনবরত ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম থেকে হিলিয়াম ও শক্তি উৎপন্ন হয়। এই ফিউশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে যে অস্ত্র উৎপন্ন করা হয় তাকে বলা হয় থার্মোনিউক্লিয়ার বম্ব, যা হাইড্রোজেন বম্ব(H-Bomb) , আর এই হাইড্রোজেন বম্ব , প্রচলিত পারমানবিক বম্ব থেকে অনেক শক্তিশালী । ভারতের নিউক্লিয়ার আর্সেনালে বর্তমানে তিন ধরনে...