বিভিন্ন দেশের ব্যালেস্টিক মিসাইল বহনকারী পারমাণবিক সাবমেরিন : SSBN
SSBN (Ship, Submersible, Ballistic, Nuclear) বা নিউক্লিয়ার ব্যালেষ্টিক মিসাইল সাবমেরিন পৃথিবীর সবচেয়ে ভয়ংকরতম গুপ্ত ঘাতক।বর্তমানে পৃথিবীর মাত্র ছয়টি দেশের কাছেই এই গুপ্ত ঘাতক রয়েছে।SSBN গুলি একাধিক মারক নিউক্লিয়ার ব্যালেষ্টিক মিসাইল নিয়ে পৃথিবীর যেকোন সমুদ্রের তলায় মাসের পর মাস পরে থাকতে পারে সবার অজান্তে এবং সেই সাবমেরিন পৃথিবীর কোথায় অবস্থান করবে তা SSBN এর প্রধান সাবমেরিনার এবং রাষ্ট্রপ্রধান ছাড়া কেওই জানতে পারবে না ।এমনকি বাকি সাবমেরিনাররাও জানবে না,তারা কোথায় যাচ্ছে।এবং সেই অজানা সমুদ্রের তলা থেকে হঠাৎ করেই এই SSBN গুলি একদিন শত্রু দেশের ওপর চরম আঘাত করতে সক্ষম,এর নিউক্লিয়ার মিসাইল গুলি দিয়ে।যেহেতু এই নিউক্লিয়ার বাহকরা সর্বদা সব ধরনের নজরের বাইরে থাকে,তাই এটি স্থল ভিক্তিক বা আকাশ ভিক্তিক নিউক্লিয়ার মিসাইল বাহক গুলির থেকে শত্রুর ওপর বেশি মানসিক চাপ প্রয়োগে সক্ষম হয়।
যাই হোক ,বর্তমানে ছয়টি দেশের কাছে এমন SSBN রয়েছে ।চলুন দেখে নেওয়া যাক এই ছয়টি দেশের SSBN আর্ম কতটা মজবুত :--
১. আমেরিকা 🇺🇸
● বর্তমানে সবচেয়ে বেশি SSBN অ্যাক্টিভ রেখেছে আমেরিকান নৌবাহিনী।তাদের কাছে ১৪ টি অ্যাক্টিভ ওহিও ক্লাস SSBN রয়েছে।
● আমেরিকার এই ওহিও ক্লাস সাবমেরিন গুলির জলের তলায় ওজন ১৮,৮০০ টন।
● প্রতিটি ওহিও ক্লাস ২৪ টি করে ট্রাইডেন্ট-২ সাবমেরিন লঞ্চড ব্যালেষ্টিক মিসাইল (SLBM ) বহন করে।
● প্রতিটি ট্রাইডেন্ট-২ SLBM ৮-১২ টি MIRV বহন করে।এদের রেঞ্জ ৭৫০০ মাইলের অধিক।
২. রাশিয়া 🇷🇺
● আমেরিকার প্রতিদ্বন্দ্বী রাশিয়ার কাছে দশটি SSBN ,অ্যাক্টিভ রয়েছে।এদের মধ্যে রয়েছে ছয়টি ডেল্টা-৪,একটি ডেল্টা-৩ এবং তিনটি বোরেই-১ ক্লাস SSBN ।
● এদের মধ্যে বোরেই SSBN গুলির জলের তলায় ওজন ২৪০০০ টন এবং ডেল্টা SSBN গুলির ওজন ১৮২০০ টন।
● প্রতিটি বোরেই সাবমেরিন ১৬ টি বুলাভা SLBM এবং প্রতিটি ডেল্টা ১৬ টি সিনেভা SLBM বহন করে।
● প্রতিটি বুলাভা ছয় থেকে দশটি MIRV বহন করে এবং এর রেঞ্জ ৬২০০ মাইলের অধিক।প্রতিটি সিনেভা মিসাইল চার থেকে আটটি MIRV বহন করে এবং এর রেঞ্জ ৫১০০ মাইল।
৩. চীন 🇨🇳
● এশিয়ার প্রথম SSBN এর মালিক চীনের কাছে রয়েছে পাচটি SSBN ।চারটি টাইপ-০৯৪/০৯৪এ এবং একটি টাইপ-০৯২ SSBN।
● এদের মধ্যে টাইপ-০৯৪ এর জলের তলায় ওজন ১১০০০ টন এবং টাইপ-০৯২ এর জলের তলায় ওজন ৮০০০ টন।
● টাইপ-০৯৪ মোট বারোটা জেএল-২ SLBM এবং টাইপ-০৯২ মোট বারোটা জেএল-১এ SLBM বহন করে।
● জেএল-২ SLBM মোট তিন থেকে চারটি MIRV নিয়ে ৪৯০০ মাইল পর্যন্ত স্ট্রাইক করতে পারে।অপর দিকে ।অপর দিকে জেএল-১এ এর ১৫০০ মাইল পর্যন্ত রেঞ্জ।
৪. ইউনাইটেড কিংডম 🇬🇧
● ব্রিটেনের রয়েছে চারটি অ্যাক্টিভ ভ্যানগার্ড ক্লাস SSBN।
● এগুলির জলের তলায় ওজন ১৫,৯০০ টন।
● এগুলি ১৬ টি করে ট্রাইডেন্ট-২ SLBM বহন করে।
৫. ফ্রান্স 🇫🇷
● ফ্রান্সের কাছে চারটি ট্রিওমফ্যান্ট ক্লাস SSBN অ্যাক্টিভ রয়েছে।
● এই SSBN গুলির জলের তলায় ওজন ১৪,৩০০টন।
● এগুলি ১৬ টি করে এম-৫১ SLBM বহন করে।
● প্রতিটি এম-৫১ এর রেঞ্জ ৫১০০ মাইল এবং ১০ টি করে MIRV বহন করে।
৬. ভারত 🇮🇳
● বর্তমানে SSBN এর মালিকের তালিকায় নতুন সদস্য হল ভারত।ভারতের কাছে বর্তমানে একটি অরিহান্থ ক্লাসের SSBN অ্যাক্টিভ রয়েছে।
● অরিহান্থ ক্লাসের প্রথম বোটটির জলের তলায় ওজন ৮০০০ টন।তবে এর পরবর্তী বোট গুলির ওজন এর প্রায় দ্বিগুণ।
● প্রতিটি অরিহান্থ ১২ টা কে-১৫ SLBM ,অথবা ৪ টি কে-৪ SLBM বহন করে।
● প্রতিটি কে-৪ এর রেঞ্জ ২৩০০ মাইলের অধিক।এবং প্রতিটি কে-১৫ এর রেঞ্জ ৫০০-৮০০ মাইল।
বর্তমানে এই ছয়টি দেশের কাছেই নিউক্লিয়ার পাওয়ার ব্যালেটিক মিসাইল সাবমেরিন রয়েছে।তবে উত্তর কোরিয়ার 🇰🇵 কাছে একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন রয়েছে যেটি ব্যালেষ্টিক মিসাইল বহন করে।এটি হল ১৭০০ টনের সিনপো ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন।এই সাবমেরিন গুলিতে একটি করে কেএন-১১ ব্যালেষ্টিক মিসাইল বহন করা যায় ,যেগুলির রেঞ্জ প্রায় ৭৫০-১৫০০ মাইল।
আশা করি সাবমেরিন নিয়ে কিছু নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি।
Comments
Post a Comment